প্রকাশ :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের ‘প্রাতঃরাশ’ আমন্ত্রণে ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় গুলশানে অ্যান জেকবসনের বাসভবনে যান বিএনপি নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাতঃরাশ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত আছেন।
এছাড়া প্রাতঃরাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের দুইজন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।