নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

শহীদ আফ্রিদির বিপিএল রেকর্ডে ভাগ বসালেন হাসান

প্রকাশ :


আগের ম্যাচেই চিটাগাং কিংসের শরিফুল ইসলামের হাত থেকে এসেছিল বিপিএলের অন্যতম ম্যাজিকাল বোলিং ফিগার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫ রান খরচায় তুলে নিয়েছিলেন ৪ উইকেট। লিগ পর্বের শেষ দিনে এসে হাসান মাহমুদও দেখালেন তেমন কিছুই। রান দিয়েছেন ৫, তুলে নিয়েছেন ২ উইকেট।

তবে বিপিএলের রেকর্ডবুকে শরিফুলের চেয়ে খানিকটা এগিয়েই থাকছেন হাসান মাহমুদ। শরিফুল ৫ রানে ৪ উইকেট নিতে বল করেছিলেন ৩.২ ওভার পর্যন্ত। আর হাসান নিজের ৪ ওভারের পুরোটাই শেষ করেছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে। বিপিএল ইতিহাসে পুরো স্পেল করেছেন এমন বোলারদের মাঝে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং এখন হাসান মাহমুদের। 

শরিফুল আগের দিনে বোলিং স্পেল শেষ করেছেন ১.৫০ ইকোনমি রেটে। হাসান মাহমুদ পুরো স্পেল বল করেছেন ১.২৫ ইকোনমিতে। যদিও এই ক্ষেত্রে তিনি এককভাবে শীর্ষে থাকছেন না। পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং বাংলাদেশের নাহিদুল ইসলামও ৪ ওভারের বোলিং স্পেল শেষ করেছিলেন ৫ রানের খরচায়। 

হাসান মাহমুদ ও শহীদ আফ্রিদি দুজনেই নিজ নিজ স্পেলে পেয়েছেন ২টি করে উইকেট। ২০১৫ আসরে সিলেট সুপারস্টার্সের জার্সিতে বরিশাল বুলসের বিপক্ষে ৫ রানে ২ উইকেট শিকার করেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। আর ২০২২ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নাহিদুল ইসলাম ৪ ওভারের স্পেলে ৫ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট। এবারেও প্রতিপক্ষ বরিশাল। তবে দলের নাম তখন ফরচুন বরিশাল। 

অবশ্য সামগ্রিকভাবে বিপিএলে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং আরাফাত সানির দখলে। ২.৪ ওভার বল করে কোনো রান খরচ না করে পেয়েছিলেন ৩ উইকেট। ২০১৬ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খুলনা টাইগার্সের বিপক্ষে অবিশ্বাস্য সেই স্পেল করেছিলেন এই স্পিনার। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত