প্রকাশ :
হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের একটি ফুটবল ম্যাচ বন্ধ করতে। আর এই ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিবৃতিতে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা।
বুধবার (২৯ জানুয়ারি) বাফুফের বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।'
তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে বাফুফে জানায়, 'আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক।'
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটেছে। সেখানে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে স্থানীয় কয়েকটি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।