প্রকাশ :
প্রবল বৃষ্টিপাতের ফলে বিপর্যয়কর বন্যায় স্পেনের পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। বুধবার উদ্ধারকারী সংস্থা একথা জানিয়েছে।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সপ্তাহের শুরুতে দক্ষিণ ও পূর্ব স্পেনজুড়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি বয়ে গেছে। এর ফলে ভ্যালেন্সিয়া ও দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় মারাত্মক বন্যা দেখা দিয়েছে। আঞ্চলিক জরুরি অবস্থা পরিষেবাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, ‘মৃতের সংখ্যা অন্তত ৫১। এখন লাশ উদ্ধার ও শনাক্ত করা হচ্ছে।’
আঞ্চলিক প্রধান কার্লোস ম্যাজন সাংবাদিকদের জানান, ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু অংশ বিদ্যুৎ- বিচ্ছন্ন এবং সেখানে টেলিফোনের লাইনও বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া কিছু এলাকায় রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
বন্যায় রেল ও বিমান পরিবহন সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এই দুর্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্প্যানিশ পার্লামেন্ট বুধবার এক মিনিট নীরবতা পালন করেছে