নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

আন্দোলন আতঙ্কে তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, দেখা মিলল না কর্মকর্তাদের

Rakibul Islam

প্রকাশ :


নিয়োগপ্রত্যাশীদের আন্দোলন আতঙ্কে রাজধানীর রমনার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে। একইসঙ্গে ভেতরে সেবাগ্রহীতাদের প্রবেশও সীমিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে অফিসিয়াল কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ। কথা বলতে চাইলে দীর্ঘসময় অপেক্ষা করেও চেয়ারম্যানসহ কারোর কোনো সাড়া মেলেনি। 

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সরেজমিন ঘুরে দেখা গেছে, কার্যালয়ের কেচি গেটে তালা লাগানো। গেটের সামনে ভিড় করেছেন সেবাপ্রত্যাশী কয়েকজন। আর ভেতর থেকে দাঁড়িয়ে দুই জন প্রয়োজন ও সে সাপেক্ষে কাগজ দেখতে চাইছেন। এরপর সাময়িকভাবে গেট খুলে দিচ্ছেন আবার বন্ধ করে রাখছেন।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক কর্মচারী জানান, আন্দোলনকারীদের হাতে চেয়ারম্যানের গাড়ি আটকে যাওয়ার ঘটনার পরদিন থেকেই কার্যালয়ে এমন সতর্কতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। এর বেশি কিছু না।

অন্যদিকে, নিয়োগপ্রত্যাশী প্রার্থীদের আন্দোলন ও কমিশনের সিদ্ধান্ত জানতে বেলা ১১টা থেকে প্রায় আধাঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি।

গেটের বাইরে থেকে ভবনের ভেতরে খবর পাঠালে জানানো হয়, চেয়ারম্যান আমিনুল ইসলাম মিটিংয়ে ব্যস্ত আছেন। তিনি সাক্ষাৎ করবেন কিনা কিংবা অন্য কোনো কর্মকর্তা কথা বলবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। পরে তাকে দুবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি, এসএমএসেরও জবাব দেননি।

কিছুক্ষণ পর এক উপপরিচালক জানান, ‘সবাই ব্যস্ত আছেন, এখন কেউ কথা বলতে চান না।’

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টেলিটকের সঙ্গে সভা শেষে বের হওয়ার সময় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া কয়েকজন চাকরিপ্রত্যাশী চেয়ারম্য ানের গাড়ি ঘিরে ধরেন। এ সময় আন্দোলনকারীরা তার গাড়ি আটকে রাখেন এবং ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাড়ির দিকে ফিরছিলেন চেয়ারম্যান আমিনুল ইসলাম। তখন পেছন থেকে কয়েকজন তাকে ‘বিব্রত’ করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত