প্রকাশ :
বিবিএন নিউজের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজ িত এই অনুষ্ঠানে নানা শ্রেণির গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য *ড. আব্দুল মঈন খান*। বিশেষ অতিথি ছিলেন , বিএনপির বার কাউন্সিল নেতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান-এডভোকেট জয়নুল আবেদিন, বিবিএন নিউজের চেয়ারম্যান -জনাব শফিকুর রহমান*, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
বক্তারা বলেন—বেগম খালেদা জিয়া দেশের একজন সিনিয়র ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সব সময় মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কাজ করে এসেছেন। তাঁর দীর্ঘ অসুস্থতার কারণে সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিবিএন নিউজের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান।