প্রকাশ :
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান তারা।
এদিন দুপুর সোয়া ২টার দিকে ফ্রান্সের প্যারিস থেকে তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি (ইকে-৫৮২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে বরণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর তাকে স্বাগত জানান অন্য দুই বাহিনীর প্রধান। পরে ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে বরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।ড. মুহাম্মদ ইউনূসকে বরণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানা প্রস্তুতি নেয়া হয়। আগেই সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। এ ছাড়া ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইউনূস সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে বরণের প্রস্তুতি নেন।