খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে : অ্যাডভোকেট কামরুল ইসলাম
ডেক্স নিউজ
প্রকাশ :
এতদিন ধরে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, তাদের (বিএনপি) লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠা করতে। তিনি আরও বলেন, বিএনপির অভিযোগ তাদের আন্দোলনের জায়গা দেয়া হয় না, এটা শুনলে হাসি পায়। অথচ বিএনপি-জামায়াত আমলে সবচেয়ে নির্যাতিত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা গণতান্ত্রিক দল না, এরা গণতন্ত্র চর্চাও করে না।আওয়ামী লীগের নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে যা হওয়ার তাই আমরা মেনে নিব বলেছিলাম, কিন্তু তারা তো নির্বাচনে অংশ নেয়নি। এতদিন ধরে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে তামাশা করছে বিএনপি। তাদের লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়।কামরুল ইসলাম বলেন, বিএনপিকে আহ্বান পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।