প্রকাশ :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল বলেছেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কোনও অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, ‘ভোটের দিন আমরা সতর্ক থাকবো, কেন্দ্রীয়ভাবে মনিটরিং করবো। যেকোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’
আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম ধাপের উপজেলা ভোট উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি এসব কথা বলেন। আগামীকাল দেশের ৪৯৫ উপজেলার মধ্যে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট হচ্ছে। এরমধ্যে ২২টি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।