প্রকাশ :
সুন্দরবনে আগুন লাগার পর ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতোমধ্যে সে আগুন রাতে ছড়িয়ে পড়েছে বনের ৫ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে।
ফায়ার সাভিসর্, বনবিভাগ ও বন বিভাগের সহযোগী বিভিন্ন সংগঠনের সঙ্গে আগুন নেভাতে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও বিমান বাহিনী।
আজ সকালে বাংলাদেশ বিমার বাহিনীর একটি হেলিকপ্টার আগুন জ্বলতে থাকা এলাকার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে।
শুরুতে নৌ বাহিনীর মোংলা ঘাটির কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে অংশ নেয়।