প্রকাশ :
।। মাহমুদ মিঠু ।।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। না, কথার কথা নয়। বাস্তবেই উৎসবপ্রিয় বাঙালি। জীবনে সমস্যা সংকটের শেষ নেই। প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হয়। এর পরও হাসি আনন্দে মাততে বাধা নেই। ছোটখাটো উপলক্ষ পেলেই উদ্যাপন শুরু করে দেয়। আর এখন? বিরাট বড় দুই উপলক্ষ। এক সঙ্গে হাত ধরাধরি করে আসছে ঈদ এবং বাংলা নববর্ষ। আকাশের চাঁদ সায় দিলে আগামী ১১ এপ্রিল উদ্যাপন করা হবে ঈদুল ফিতর। তার দু’দিন পর বাংলা নববর্ষ। সঙ্গত কারণেই এবার বাড়তি আনন্দ। প্রস্তুতি পর্বে সেই আনন্দ উচ্ছ্বাস বেশ স্পষ্ট হয়ে উঠেছে।