প্রকাশ :
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরিসহ সাত জনের দশ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
রায়ে তানভীর ও জেসমিনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। কারাদন্ডের পাশাপাশি তাদের পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়। এছাড়া তাদের সাত বছরের কারাদন্ডসহ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।