প্রকাশ :
জার্মানিতে এখন আলোচনার বড় বিষয় হলো ‘জনশক্তির অভাব’৷ ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিটি কর্মীর অভাবে ভুগছে বলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা হাহাকার করছেন৷ ইউরোপ জুড়েই চলা এই পরিস্থিতি বাংলাদেশের জন্য সুযোগ হতে পারে কি? এই এক সপ্তাহ আগে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বললেন, তার দেশের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মীর অভাব৷ তার সরকার এ বছর অর্থনীতি ০.২ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে, যা আগের বছর ছিল ১.৩ শতাংশ৷ এর কারণ অবশ্য কয়েকটি৷ উৎপাদক দেশটির জন্য সংকট হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক চাহিদা হ্রাস, ভূ-রাজনীতির প্রভাব ও হার না মানা মূল্যস্ফীতি৷ কিন্তু পূর্বাভাসে এত কম প্রবৃদ্ধি হিসেবের আরেকটি কারণ কর্মী সংকট৷ জার্মানিতে এই মুহূর্তে সাত লাখ কর্মীর অভাব রয়েছে৷