প্রকাশ :
ইনজুরি কাটিয়ে চার মাস পর রশিদ খানের ফেরার ম্যাচে হারলো আফগানিস্তান। গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানরা। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ। যার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন রশিদ।
শারজাহতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দুই ওপেনার এন্ডি বলবির্নি ২২ ও অধিনায়ক পল স্টার্লিং ২৫ রান করে আউট হন। ২৭ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন স্টার্লিং। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪শ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং।