প্রকাশ :
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩ রানে হেরেছে বাংলাদেশ। এমন হারের দিনেও উজ্জ্বল ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিষিক্ত জাকের আলী অনিক।
বিশেষ করে জাকেরের ব্যাটিং ছিল মনোমুগ্ধকর। চাপের মুখে সমান ২০০ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন তিনি। যদিও ম্যাচটি প্রায় জিতেই গিয়েছিল লাল-সবুজেরা। তবে শেষ মুহূর্তে তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা।