প্রকাশ :
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল লঙ্কানদের মোকাবিলা করবে টাইগাররা।
বিশ্বকাপের মতো এই ম্যাচেও লঙ্কানদের পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শান্ত-লিটনরা।সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচেই সফরকারীদের হারিয়ে সিরিজে শুরু করতে চায় স্বাগতিকরা। এখন পর্যন্ত ১৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা।