প্রকাশ :
ইসরাইলি যুদ্ধবিমানগুলো শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বোমা বর্ষণ করেছে। বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হওয়ার একদিন পর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে।
সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলের নাগরিকদের বিরুদ্ধে হুমকি দূর করার জন্য কয়েক ডজন ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আঘাত করছে। বৈরুত, থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রায় এক বছর ধরে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে ইসরাইলি বাহিনীর সাথে আন্তঃসীমান্ত গুলি বিনিময় করে আসছে। ৭ অক্টোবর ইসরাইলের উপর হামাসের হামলার ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত করে। আগস্টের পর থেকে আন্ত:সীমান্ত গুলি বিনিময় বেড়েছে।
লেবাননের সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানায়, ইসরাইলি যুদ্ধবিমানগুলো শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের উপর বড় আকারের বিমান হামলা চালিয়েছে।
বৈরুতে হামলার স্থানে উচ্চ ভবনের নীচে এখনও ভারী যন্ত্রপাতি কাজ করছে।