নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

নেতানিয়াহু গাজা প্রশ্নে বড় ধরনের চাপের মুখে

ডেক্স নিউজ

প্রকাশ :


গাজা উপত্যকায় ছয় বন্দিকে হত্যার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বড় ধরনের চাপের মুখে পড়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নেতানিয়াহু জিম্মিদের মুক্তির জন্য যথেষ্ট কাজ করছেন না। খবর এএফপি’র।
ব্রিটেন সোমবার বলেছে, মানুষের জন্য ‘একেবারে ঝুঁকিপূর্ণ’এমন কিছু অস্ত্র তারা ইসরাইলে রপ্তানি স্থগিত করবে। কারণ, এসব অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার হতে পারে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, তিনি লন্ডনের এমন সিদ্ধান্তে গভীরভাবে হতাশ হয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিহত সর্বশেষ জিম্মিদের বাঁচাতে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন।
এক সংবাদ সম্মেরনে তিনি বলেন, ‘এ জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে।’ এ সময় তিনি গাজা যুদ্ধবিরতি আলোচনায় কোনও ‘ছাড়’ দেওয়ার কথা  প্রত্যাখ্যান করেন।
হামাসের সশস্ত্র শাখা ইজেদিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেন, ইসরাইল যদি গাজায় সামরিক চাপ বজায় রাখে তবে অবশিষ্ট জিম্মিদের ‘কফিনে’ করে ফেরত পাঠানো হবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি সৈন্যরা কাছে আসলে কি করতে হবে সে ব্যাপারে বন্দিদের পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিতদের ‘নতুন নির্দেশনা’ দেওয়া হয়েছে।
ওয়াশিংটনে বাইডেন একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার জন্য কাতার এবং মিশরের পাশাপাশি মার্কিন মধ্যস্থতাকারীদের সাথেও দেখা করেছেন। এ চুক্তির আওতায় গাজায় বন্দি অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেওয়া হবে।
নেতানিয়াহু জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট কাজ করছেন কি-না এ ব্যাপারে সাংবাদিকদের প ্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না’। তিনি যথেষ্ট কাজ করছেন না।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত