প্রকাশ :
এই মর্মে জানানো যাচ্ছে যে, আমার এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট) হারিয়ে গেছে / খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ২০২১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। রোল নম্বর: ১৬৩৪৬৩ রেজিস্ট্রেশন নম্বর: ১৬১১৩৫৭৬৮৪ পাসের সন: ২০২১ শিক্ষা বোর্ড: কুমিল্লা অনেক খোঁজাখুঁজির পরেও নম্বরপত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (GD) করেছি। জিডি নম্বর: ১৫৭৫ তারিখ: ৩০-০৬-২০২৫ থানা: কাচুয়া, চাঁদপুর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এটি পেয়ে থাকেন, তাহলে নিচের ঠিকানায় অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। নাম: সোহান পাটোয়ারী পিতা: মোফিজুল ইসলাম মাতা: ফাতেমা বেগম স্থায়ী ঠিকানা: কাচুয়া, চাঁদপুর 📞 মোবাইল: ০১৮৮০-৯৯১৩৪৮ এই বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো। 🔏 শোহান পাটোয়ারী