প্রকাশ :
দেশের বিভিন্ন স্থানে বানভাসিদের পাশে দাঁড়িয়েছে দেশের নতুন বেসরকারী টেলিভিশন চ্যানেল- টিভি টুডে।
আগামী ২৭ ই আগষ্ঠ থেকে পাশে আছি বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ বোতলজাত পানি সরবরাহ করবে।প্রথম ধাপে ফেনী ও কুমিল্লার এক হাজার পরিবারের মধ্যে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ দেওয়া হবে ।
টুডে ব্রডকাষ্টিং নেটওয়ার্ক লি: এর পরিচালক এবং সাংবাদিক আহসান হাবিব বলেন,
প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবল পড়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল।
তাৎক্ষণিক এসব অঞ্চলের মানুষদের সহযোগিতা করতে তাদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি প্রদানের মাধ্যমে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করি।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, বন্যা কবলিত প্রায় সব জলায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করছি।
বিজ্ঞাপন