প্রকাশ :
স্তন ক্যান্সার সচেতনতায় ১শ’ দিন গণনা ও দেড়শ’ দিনের কর্মসূচী গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জননীর জন্য পদযাত্রা।
এই বছর ফোরামের ৪৬টি সংগঠন যৌথভাবে ও এককভাবে নানা কর্মসূচী গ্রহণ করেছে।
এর মধ্যে প্রতীকী খরচে দরিদ্র স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার করিয়ে দেয়ার মতো উদ্যোগ রয়েছে।
আগামীকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোডে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ২০১৩ সাল থেকে বাংলাদেশে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। সাধারণ মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। ঢাকা ও সারাদেশের জেলা-উপজেলায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সহজ বাংলায় প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ উল্লেখযোগ্য।