প্রকাশ :
বান্দরবানের রুমা ও থানচিতে গত মঙ্গল ও বুধবার পরপর দুদিনের ব্যাংক ডাকাতির ঘটনায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কেএনএফ নিয়ে দেশজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যাংক ডাকাতির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজারকে অপহরণসহ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মারার ঘটনায় এলাকায় বেশ আতংক ছড়িয়ে পড়েছে। যদিও বৃহস্পতিবার সন্ধ্যার পর অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে র্যাবের মধ্যস্থতায় সন্ত্রাসী বাহিনী থেকে উদ্ধার এবং গতকাল শুক্রবার ম্যানেজারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।