প্রকাশ :
শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পরে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ।
আজ (বুধবার) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।
এদিকে টেস্ট আর টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলছে বাংলাদেশ। ২০১৫ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রতি বছরই ওয়ানডেতে টাইগারদের পারফরম্যান্স ছিল দারুণ। তবে ২০২৩ সালে এই ওয়ানডে ফরম্যাটটাই ভালো কাটেনি টাইগারদের।