প্রকাশ :
শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ ব্যবধানে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই দুই দলের জন্য অঘোষিত ফাইনাল। প্রথমবার লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে।
শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে বিকেল তিনটায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কারণ, এর আগে যতগুলো সিরিজ হয়েছে দুই অথবা এক ম্যাচের। ২০১৩ সালে ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।