প্রকাশ :
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল এর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
সংগঠনের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ূন কবির মিজি বক্তৃতা করেন।
বক্তারা বলেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ছিলেন দেশপ্রেমিক, তিনি বঙ্গবন্ধুর নেতৃত্ব মুক্তিযুদ্ধে অংশ নেন। জীবনের সকল সময়ই তিনি দেশের জন্য কাজ করে গেছেন। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনার হাতেই এই দেশ নিরাপদ।
পরে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।