প্রকাশ :
ডেক্স নিউজ:
বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। স্পেনের এই নারী গত সোমবার ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন।
মারিয়া ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। তবে আট বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন এবং ক্যাটালোনিয়ায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি রেসিডেন্সিয়া সান্তা মারিয়া দেল তুরা নার্সিংহোমে বসবাস করছেন। এখানে প্রায় ২৩ বছর ধরে আছেন তিনি।