প্রকাশ :
ইসরায়েলের অব্যাহত হামলা এবং ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ বা মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবশেষ বৈঠকে সংস্থাটির এক জ্যেষ্ঠ ত্রাণ কর্মকর্তা এ বিষয়ে সতর্ক করেছেন। লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।