প্রকাশ :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি।
তবে দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যক্তিগত বিরোধ। দুজনের মুখোমুখি দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ‘ব্যক্তিগত ইস্যু’ নিয়ে ভাবছে না রংপুর ফ্র্যাঞ্চাইজি।
ম্যাচ পূর্ববর্তী ব্রিফিংয়ে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলামের ভাষ্য, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে, তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স ও প্লেয়ার–এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নেই।’