প্রকাশ :
জাল ভিসার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ইউরোপের দেশগুলোতে পাঠানোর অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার যৌথ অভিযান চালিয়ে বিমানবন্দরের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে।ডিবি জানায়, অনেক দিন ধরেই বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন সংস্থার নিম্ন পদস্থ কর্মচারী ও বেসরকারি এয়ারলাইনসের লোকজন একটি চক্র গড়ে তুলেছেন। তাঁরা জাল ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিভিন্ন দেশে মানব পাচার করতেন। এ জন্য তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা নিতেন। অনেক দিন ধরেই চক্রটিকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল বিমানবন্দর এপিবিএন ও গোয়েন্দা পুলিশ।
গতকাল এমন একটি চক্র জাল ভিসার মাধ্যমে তিনজনকে ইউরোপে পাঠানোর চেষ্টা করছে বলে খবর পায় এপিবিএন। পরে বিমানবন্দরের টার্মিনাল-২–এর সামনে থেকে ডিবি ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে চক্রের দুই হোতা মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ কবির হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় জাল ভিসা নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করায় জানে আলম, সাব্বির মিয়া ও সম্রাট সওদাগর নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
দালালদের খপ্পরে পড়ে জাল ভিসা ও জাল পাসপোর্ট নিয়ে বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন লামিয়া ওভারসিজ এবং বিবিএন নিউজ চেয়ারম্যান জনাব শফিকুর রহমান । এই সব বিষয়ে খুব সাবধানতার সহিত করার জন্য অনুরোধ করেছেন তিনি ।
বিজ্ঞাপন