প্রকাশ :
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ব্রুনো রোকার ফ্রি কিক হাওয়ায় ভেসে দূরের পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে। লাফিয়েও নাগাল পাননি মোহামেডানের গোলকিপার সুজন হোসেন।মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, এটা নতুন কথা নয়। সবশেষ দুইবারের দেখায় মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী। আর বছরের শুরুতে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে তো এগিয়ে থেকেও হারতে হয়েছিল। তবে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ম্যাচে ২-২ গোলের ব্যবধানে ড্র করেছে দুই দল।