প্রকাশ :
জেলার সুস্বাদু লিচু এর মধ্যেই বাজারে আসতে শুরু করেছে। প্রথম পর্যায়ে মাদ্রাজি ও বেদানা লিচু বাজারে উঠেছে।
দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে এক সপ্তাহ পর বাজারে উঠলো এ জেলার সুস্বাদু বিভিন্ন জাতের লিচু। মাদ্রাজি ও বেদনার লিচু গতকাল বুধবার থেকে বাজারে উঠতে শুরু করেছে। দিনাজপুর শহরের কালিতলা লিচুর আরতে এ দুই জাতের লিচু গতকাল থেকেই বেচা বিক্রি শুরু হয়েছে ।
তিনি বলেন, পর্যায় ক্রমে মধু মাস হিসেবে পরিচিত গ্রীস্মের এ জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন জাতের লিচু একের পর এক বাজারে আসতে শুরু করবে। প্রথম পর্যায়ে মাদ্রাজি ও বেদেনা লিচু বাজারে উঠেছে। এরপর দেশি বোম্বাই ও কাঁঠালি লিচু আসবে। জ্যৈষ্ঠ মাসের শেষে আষাঢ়ের ১৫ তারিখ পর্যন্ত বাজারে চায়না থ্রি ,চায়না ২ ও চায়না ফোর লিচু পাওয়া যাবে।
তিনি বলেন, এবারে তীব্র তাপদাহের কারণে অনেক কষ্ট করে লিচু বাগানিরা লিচু গাছে পানি সেচ এবং বিভিন্ন ভিটামিন জাতীয় স্প্রে লিচু গাছে প্রয়োগের মাধ্যমে লিচুর গুটি রক্ষা করতে সক্ষম হয়েছে। তাপদাহের কারণে লিচু একটু দেরিতে বাজারে আসতে শুরু করেছে। তারপরেও সারাদেশে মানুষের চাহিদা পূরণ হবে দিনাজপুরের লিচু দিয়ে।