প্রকাশ :
‘ছাগল-কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান বলে আদালতে দাবি করেছেন তার পরিবারের কেউ দুর্নীতিবাজ নয় । তিনি বলেন, ‘ছাগল-কাণ্ড আমার জীবনের জন্য অভিশাপ।’ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এমন কথা বলেন তিনি।
এই মতিউর রহমান ছাত্র জীবনে মেধাবী শিক্ষার্থী ছিলেন বলে দাবি করেছেন তার আইনজীবী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আইনজীবী নিজে এমন তথ্য জানান। আইনজীবী বলেন, মাধ্যমিকে যশোর বোর্ড থেকে স্ট্যান্ড করেছিলেন মতিউর। উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেও কৃতিত্বের সঙ্গে পাস করে সরকারি চাকরিতে প্রবেশ করেন। চাকরিতেও তিনি ভালো করেন। এনবিআরে থাকা অবস্থায় রাজস্ব সংগ্রহে ইতিবাচক ভূমিকা রাখেন।
সকালে গ্রেফতারের পর বিকেল ৫টার দিকে মাইক্রোবাসে করে আদালতে এজলাসে এনে রাখা হয় তাকে। এর আগে এদিন সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করে পুলিশ।
গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসেন মতিউর। তখন তার ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। তাদের বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।