নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

উপকূলের নিরাপদ আশ্রয়ে মাছধরার ট্রলারগুলো,বঙ্গোপসাগর উত্তাল

ডেক্স নিউজ

প্রকাশ :


নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সাগরে মাছধরা ট্রলারগুলো উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে ৩ শতাধিক ট্রলার বরগুনার পাথরঘাটা, তালতলী বন্দরের ঘাটে এবং পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে দেশের বিভিন্ন এলাকার ৪শ’র বেশি মাছ ধরা ট্রলার আশ্রয় নিয়েছে। এছাড়াও ৫ শতাধিক ট্রলার সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে।
বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এ অবস্থায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিযয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মৎস্য বন্দর আলীপুরের আড়তদার ব্যবসায়ী আব্দুল জলিল ঘরামী জানিয়েছেন, সমুদ্র উত্তাল থাকায় অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে। বাকি ট্রলারগুলো সোমবারের মধ্যে ঘাটে ফিরে আসার কথা রয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কিছু ট্রলার এখনো ঘাটে আসছে; এখনো অনেক ট্রলার সাগরে রয়েছে। বেশ কিছু ট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে নোঙর করে আছে।  
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাহাত হোসেন জানান, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তাই সকল মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত