প্রকাশ :
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি।
শনিবার (৯ মার্চ) পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। সংবিধান অনুযায়ী, পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষেদের নবনির্বাচিত সদস্যরা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেন।৬৮ বছর বয়সী আসিফ আলী জারদারি পিএমএলএন এবং পিপিপির যৌথ প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই। নির্বাচনে আসিফ আলী জারদারি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১১৯ ভোট।