নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

ফাহমিদুলকে স্কোয়াডে না রাখার যে ব্যাখ্যা দিলেন ক্যাবরেরা

Rakibul Islam

প্রকাশ :


২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে হামজা চৌধুরি ডাক পাবেন এটা অনুমেয় ছিল। এবার প্রাথমিক তালিকায় সবচেয়ে চমকপ্রদ ছিল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার একান্ত পছন্দেই এটা হয়েছিল। সেই ক্যাবরেরাই আবার তাকে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে রাখেননি।

আজ সকালে বাংলাদেশ দল সৌদি আরব থেকে ঢাকায় ফিরে। দলের অন্য সকল খেলোয়াড় আসলেও ফাহমিদুল আসেননি। ফাহমিদুল না আসা নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’

মাত্র ১৮ বছর বয়সী ফাহমিদুলকে প্রতিভাবান ও সম্ভাবনাময় দেখেই কোচ ডেকেছিলেন। এত দিন ফাহমিদুলের স্তুতি গেয়ে এক সপ্তাহ অনুশীলন করিয়ে এখনই তাকে জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে হয়নি ক্যাবরেরার, ‘সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন, খেলোয়াড় পরিবর্তন সব সময়ই প্রশ্নবিদ্ধ। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে প্রায় প্রতি পদক্ষেপেই প্রশ্নের জন্ম দিয়েছেন এই কোচ। ৩৮ জনের তালিকায় ইতালিয়ান প্রবাসীকে ডেকে বিস্ময় সৃষ্টি করেছিলেন। এখন আবার আকস্মিক বাদ দিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন। তেমনি ৩৮ জন ফুটবলারের নাম প্রকাশ করে অনুশীলন এমনকি ক্যাম্পে না উঠিয়েই ৮ জন বাদ দিয়ে ঘরোয়া ফুটবলে বিরল ঘটনাই ঘটিয়েছেন। সৌদিতে তিনটি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করে গিয়ে নামকওয়াস্তের একটি ম্যাচ খেলে দেশে ফিরেছেন। 

এত নেতিবাচক বিষয়ের মধ্যে শুধু একটি স্বস্তির খবর ইংলিশ প্রিমিয়ার ফুট বল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে। এটা দারুণ ইতিবাচক বলে ক্যাবরেরা বলেন, ‘দলের সবাই তার সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছে। আমার সঙ্গে প্রতি সপ্তাহেই তার আলোচনা হয়েছে। এখন আমরা এক সঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব।’
 
দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ-ভারত দ্বৈরথ বেশ উপভোগ্য। ২০০৩ সালের পর বাংলাদেশ জাতীয় দল ভারতকে হারাতে পারেনি। হামজা আসায় বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন কোচ হ্যাভিয়ের, ‘আমরা আগের যে কোনো সময়ের চেয়ে অবশ্যই শক্তিশালী। হামজা আসায় আমাদের স্পিরিট অবশ্যই বেড়েছে।’

Share

আরো খবর


সর্বাধিক পঠিত