প্রকাশ :
ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ৯২ রানে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬৮ রানে জয় পেয়েছিলো। ফলে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো আফগানরা। ২০২৩ সালের জুলাইয়ে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান করেছিলো বাংলাদেশ। জবাবে ১০ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় আফগানিস্তান। গুরবাজ ১০১ রান করেন।
কুঁচকির ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারনী ম্যাচে টস করতে নামেন দলের সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এই প্রথমবারের মত বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পান মিরাজ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে খেলতে নামা মিরাজ।
ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ৫১ বলে ৫৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচের মত ভালো শুরু করেও ৩টি চারে ব্যক্তিগত ২৪ রানে আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমারজাইর বলে বোল্ড হন সৌম্য।