প্রকাশ :
রামপুরা থানা পুলিশের সহায়তায় টাকা আত্নসাৎকারী গ্রেফতার ।।
গত ২৪ অক্টোবর সকালে রামপুরাস্থ বিবিএন নিউজ কার্যালয় থেকে মো: জাফর আহম্মদ নামে
একজন সিকিউরিটি গার্ড কর্মচারী কে ৫ লক্ষ টাকা পার্শ্ববতী সাউথ ইস্ট ব্যাংকে জামাদানের
উদেশ্য পাঠানো হলে । সে টাকা গুলো আত্নসাৎকরে পালিয়ে যায় । পরবতীতে তার কাগজ
পত্র থেকে পরিবারের সদস্যদের ফোন নাম্বর পাওয়া যায় । উক্ত নাম্বার গুলো ফোন করা হলে
সব নাম্বারই বন্দ্ব পাওয়া যায় । এক পর্যায়ে বিবিএন নিউজ চেয়ারম্যান শফিকুর রহমান
রামপুরা থানার দ্বারস্থ হন । রামপুরা থানার অফিসার ইনচার্জ মো: আতাউর রহমান আকন্দের নেতৃত্বে
রামপুরা থানা পুলিশের একটি বিশেষ দল আসামীর সন্দ্বানে অভিযানে নামেন । অভিযানে
নেতৃত্ব দেন চৈৗকষ আফিসার মামুনের নেতৃত্বে আসামীকে পূর্বধুলা থানার অনুকেলে নেত্রকোনা থানা পুলিশের
সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয় ।