নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

অবিলম্বে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবি মির্জা ফখরুলের

ডেক্স নিউজ

প্রকাশ :


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা, গায়েবি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
একই সাথে তিনি স্বৈরাচার বিরোধী সংগ্রামে নিহত ও আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। 
আজ সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির উদ্যোগে ‘দ্বি-কক্ষ পার্লামেন্ট: উচ্চ কক্ষের গঠন’ শীর্ষক এই আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমি আজকের সভা থেকে এই অন্তবর্তী সরকারের কাছে আবারও দাবি উত্থাপন করছি- আমাদের ও বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা, হয়রানিমূলক ও গায়েবি মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। আর স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘আরেকটা কথা এই অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, এখনো আপনাদের প্রশাসনে সেসমস্ত ব্যক্তি রয়ে গেছেন যারা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য দুর্নীতি ও দুবৃর্ত্তায়নে মদদ দিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমরা আবারো দাবি জানাই, অতি সত্ত্বর তাদের চিহ্নিত করে সরিয়ে দিয়ে এমন একটা নিরপেক্ষ কাঠামো তৈরি করতে হবে যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে।’
মূল প্রবন্ধে জাতীয় সংসদ প্রশ্নে জেএসডির প্রস্তবনায় বলা হয়েছে, বিদ্যমান এক কক্ষের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন যার মেয়াদ হবে ৪ বছর। সংসদের নিম্নকক্ষ হবে ৩ শ’ আসন বিশিষ্ট এবং উচ্চকক্ষ ২ শ’ আসনের।
সংসদের নিম্নকক্ষে দলীয় প্রতিনিধিরা এবং উচ্চকক্ষে শ্র েণী-পেশা-কর্মজীবীর প্রতিনিধিরা থাকবেন। উচ্চ কক্ষ থেকেই নির্বাচনকালীন সরকার গঠিত হবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো সংস্কার যে কোনো পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না, উচিতও না। যে কারণে আমরা বলে এসেছি, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে, আমরা দাবি করেছিলাম যে, ওই সরকারকে পদত্যাগ করে, নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করা। অবশ্য ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, সংসদ ভেঙে দেয়া হয়েছে এবং অন্তবর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন।’
তিনি বলেন, ‘এখন যাঁরা এসেছেন আপাতত রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্যে।  আমার দল যেটা বিশ্বাস করে যে, এই ধরনের প্রধান সমস্যাগুলো অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বা সংশোধনী যেটাই বলি না কেন আমরা, সেটা কখনই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট।’
তিনি বলেন, ‘সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা যেন একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে।’
জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, ‘একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘তবে কেন্দ্রীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না। এটা আমাদেরকে করতে হবে। সংবিধান সংস্কার ও শাসনব্যবস্থা মেরামত করতে হবে। যারা হত্যা করেছে, তাদের ক্ষমা করা যাবে না। তাদের অবশ্যই বিচার করতে হবে।’

Share

আরো খবর


সর্বাধিক পঠিত