প্রকাশ :
জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। একইসঙ্গে ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার আরও একাধিক এলাকা জলমগ্ন হয়েছে।
আজ বুধবার সকালে তথ্যগুলো জেলা প্রশাসনের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীদের আকুতি, এত পানি তারা জীবনে দেখেননি।
উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবক, স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে প্রবল বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা ব্যহত হচ্ছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের লক্ষাধিক মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে মানুষ। গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে গত সোমবার দুপুর থেকে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বের ১৭টি ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে তিন উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে।