প্রকাশ :
গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শেখ হাসিনার পতন ঘিরে উদ্ভূত ‘বাংলাদেশ সংকট’ নিয়ে দফায় দফায় বৈঠক করছেন দেশটির শীর্ষ রাজনীতিকরা। তারা বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এর আগে জয়শঙ্কর বাংলাদেশ সংকট নিয়ে ভারতের বিরোধী দলীয় নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন।
বাজেট অধিবেশন চলছে ভারতের পার্লামেন্টে। সেখানে রাহুলের সঙ্গে পার্শ্ববৈঠক করেন জয়শঙ্কর।
ইন্ডিয়া টুডে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসার পর অজিত দোভাল এবং জয়শঙ্করকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সংকট বিষয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।