প্রকাশ :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘তরুণদের কণ্ঠ’ গর্জে ওঠার এখনই সময়। ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেছেন, ‘নতুন ও তরুণ কণ্ঠের জন্য সময় ও জায়গা রয়েছে। তাদের কণ্ঠ জাগানোর এখন সেই সময়।’ স্থানীয় সময় বুধবার তার দেয়া ভাষণ টেলিভিশনে সম্প্রচারিত হয়। এই সময়ে তিনি দেশবাসীর প্রতি গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইতিহাস আপনার হাতে। ক্ষমতা আপনার হাতে। আমেরিকার ক্ষমতা আপনার হাতে। আসুন, গণতন্ত্র রক্ষার জন্য আমরা একসঙ্গে কাজ করি।’
দেশটিতে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এটাই জো বাইডেনের দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ।
তিনি ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছেন।