প্রকাশ :
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের উপর চাপ বাড়ানোর ঘোষণা দেয়ার মার্কিন-ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার আশা ম্লান হয়ে যাওয়ার পর ইসরায়েল বুধবার গাজায় বিমান হামলা চালিয়েছে।
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছেন, তারা ইচ্ছাকৃতভাবে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য আলোচনাকে দুর্বল করছে। কারণ, তারা যুদ্ধ শেষ করতে চায় না।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘সামরিক কাঠামো, যোদ্ধাদের অবকাঠামো, তাদের ইউনিটের অবস্থান এবং অস্থায়ী কাঠামো’ লক্ষ্য করে তারা ২৪ ঘন্টার মধ্যে ২৫টি হামলা চালিয়েছে। বারবার হামাসকে নির্মূল করার ঘোষণা দেয়া নেতানিয়াহু মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে কোনো পিছু হটবে না। তিনি বলেন, ‘জীবিত সব জিম্মি এবং মৃতদের দেশে ফিরিয়ে আনার এবং যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে জন্য চাপ আরও বাড়ানোর এটাই ঠিক সময়।’
তিনি পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় এই লক্ষ্যের কথা তুলে ধরে বলেছেন, ‘আমরা তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। আমরা নিরঙ্কুশ বিজয়ের পথে আছি।’