প্রকাশ :
।। মাহমুদ মিঠু ।।
বুর্জ খলিফায় ‘রাজকুমার’র ট্রেলার উন্মোচন করা হবে। আমরা সেই চেষ্টায় আছি। এজন্য সব ফর্মালিটি সেরে ফেলছি। দুই/একদিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব। ”- কথাগুলো বললেন শাকিব খান অভিনীত ‘রাজকুমার’র সিনেমার প্রযোজক আরশাদ আদনান।“আমরা মরুর বুক থেকে রাজকুমার সিনেমার প্রমোশন শুরু করতে চাইশুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘রাজকুমার’ মুক্তি দেওয়া হবে বলেও জানান এই প্রযোজক।