প্রকাশ :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শনিবার সুইজারল্যান্ডে জেনেভাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার 'এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং' এ সভাপতিত্ব করেন।
সংগঠনের ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির ১ম দিন এ সভা অনুষ্ঠিত হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভার শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উদ্বোধনী বক্তব্য দেন। এসময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়। পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উপস্থাপিত হয়। এসময় আইপিইউ'র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ভাষণ দেন।