প্রকাশ :
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আজ সকালে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবারই প্রথম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিশ্চিত করেছেন ফিজ।
বিমানবন্দরে অপেক্ষারত থাকা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করেন মুস্তাফিজ। ঐ ছবির ক্যাপশনে ফিজ লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত, নতুন কাজের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজের সেরাটা দিতে পারি।’
গত ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে এবারের আইপিএলে খেলবেন ফিজ।