প্রকাশ :
ভারত মহাসাগরে ২৩ জন নাবিক ও ক্রুসহ জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ 'আবদুল্লাহ'।
জাহাজটি কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সেখানে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে এটি। জলদস্যুরা জাহাজে থাকা নাবিককেও জিম্মি করেছে বলে জানা গেছে। জানাগেছে, ২০১৬ সালে তৈরি এমভি আবদুল্লাহ লম্বায় ১৯০ মিটার। কেএসআরএম গ্রুপ জাহাজটি গত বছর সংগ্রহ করে ।
কেএসআরএম গ্রুপের মিডিয়া উইংয়ের সদস্য মিজানুল ইসলাম বলেছেন. জাহাজে থাকা নাবিকসহ ২৩ জন নিরাপদ আছেন। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাবার পথে এ ঘটনা ঘটে।