প্রকাশ :
চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সুতোয় ঝুলে ছিল বায়ার্ন মিউনিখের ভাগ্য। তবে সব শঙ্কা উড়িয়ে দারুণ প্রত্যাবর্তনে শেষ আটে জায়গা করে নিয়েছে বাভারিয়ানরা।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। জার্মান জায়ান্টদের স্বপ্ন বাঁচিয়েছেন হ্যারি কেইন।দলের স্বপ্ন জিইয়ে রাখার দিনে জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড। টমাস মুলারের পা থেকে এসেছে অন্য গোলটি।