প্রকাশ :
মাঠ পর্যায়ের প্রশাসনে গতিশীলতা আনতে জেলা প্রশাসকদের (ডিসি) চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে সম্মেলন-২০২৪ উদ্বোধন করেন।সম্মেলনের পরবর্তী কার্য অধিবেশন আগামীকাল থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।সম্মেলনে ২৫টি কার্য অধিবেশন সহ মোট ৩০টি অধিবেশন অনুষ্ঠিত হবে।সম্মেলনে ডিসিদের দেয়া ৩৫৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।