প্রকাশ :
গত বিশ্বকাপে ভারতের মাটিতে ক্যামিন্সের অধিনায়কত্বে ভর করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এরপরই নিলাম থেকে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য দিয়ে অজি পেসারকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
চলতি মাসেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। তাই গুঞ্জন উঠেছে এবার হায়দ্রাবাদের অধিনায়কত্বের দায়িত্ব উঠতে পারে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের কাঁধে। আগের আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জেতানো কামিন্সের হাতে অধিনায়কত্ব দিতে চায় তারা ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। এবারের ১৭তম আসরের মিনি নিলামে হায়দরাবাদ কামিন্সকে ২০.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল।