প্রকাশ :
বিদায়ী টেস্ট সিরিজের আগে ডেভিড ওয়ার্নারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছিলেন মিচেল জনসন। ফর্মহীন এবং ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’তে জড়িত ওয়ার্নারকে কেন নায়কোচিত বিদায় দেওয়া হচ্ছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জনসন।
এবার স্টিভেন স্মিথের দিকে সমালোচনার তীর ছুড়েছেন ৪২ বছর বয়সী সাবেক এই পেসার। জনসনের দাবি, টাকার জন্য টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন স্মিথ।টেস্ট ও ওয়ানডেতে সময়ের অন্যতম সেরা ব্যাটার স্মিথ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার খুব একটা আলোর মুখ দেখেনি। অজিদের হয়ে ৫৫ ইনিংসে ২৪ দশমিক ৮৬ গড় ও ১২৫ দশমিক ৪৬ স্ট্রাইক রেটে মোটের ওপর ১ হাজার ৯৪ রান করেছেন তিনি।